মালদা

নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় হাঁটু জলে আবদ্ধ পুরাতন মালদা পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড

পুরাতন মোলদা পৌরসভার অন্তর্গত 17 নম্বর ওয়ার্ডের বাচ্চা কলোনি এলাকার বাসিন্দারা প্রায় সাতদিন ধরে ড্রেনের নোংরা জলে আবদ্ধ হয়ে রয়েছে। রাস্তার উপর জমে রয়েছে ড্রেনের নোংরা জল। এলাকার যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে এক প্রকার গৃহবন্দী হয়ে পড়েছেন প্রায় 60-70 টি পরিবারের লোকজন। এবিষয়ে পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ থেকে শুরু করে ওয়ার্ড কাউন্সিলার কেউ জলবন্দী এই সমস্ত মানুষদের পাশে এসে দাঁড়ায়নি। যার কারনে ক্ষোভ বেড়েছে এলাকাবাসীদের মনে। এই ঘটনায় এলাকাবাসীদের অভিযোগ, এই ওয়ার্ড বিরোধী দলের দখলে থাকার জন্য তারা পরিষেবা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন। সেই সঙ্গে তারা আগামী দিনে আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন বলে জানান।  

এই বিষয়ে এলাকার বাসিন্দারা জানান, পুরসভার অন্তর্গত 17 নম্বর ওয়ার্ড এর বাচ্চা কলোনি এলাকা বিগত ২০ বছর ধরে ড্রেনের জলের সমস্যায় ভুগছেন। কারণ এখানে জল নিকাশি ব্যবস্থা নাই। স্থায়ীভাবে একটি পুকেুর জল ফেলা হতো, কিন্তু বর্তমানে সেই পুকুরের মালিক জল ফেলা বন্ধ করে দিয়েছে। পুকুরে জল ফেলা বন্ধ হওয়ার ফলেই এই সমস্যা দেখা দেয়। রাস্তাঘাট বন্ধ হয়ে যায় এবং এলাকাবাসী হাঁটাচলা করতে পারছেনা এমনকি বাড়ি থেকে বের হতে পারছেনা।

এই বিষয়ে বলতে গিয়ে ওয়ার্ডের কাউন্সিলার সুজন সাহা বলেন, এটা দির্ঘদিনের সমস্যা, আজকের না। কিন্তু বর্তমানে এই জমা জল কথায় ফেলা হবে তা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। যদিও চেয়ারম্যান কার্তিক ঘোষ এক বারের জন্য এসে দেখেও যায়না। যদিও তিনি প্রতি নিয়ত এই সমস্যা নিয়ে সকলের সঙ্গে মিটিং করে চলেছেন। দেখা যাক কি হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/tdmgQMKvtpA